তুরস্কের লেবার এবং সোশ্যাল সিকিউরিটি মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার জনাব আহমেত আয়দিন’র সাথে তুরস্কে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত জনাব এম. আমানুল হক একটি বৈঠক করেন। উক্ত বৈঠকে বাংলাদেশ এবং তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ এবং স্বল্প দক্ষ কর্মী আনার ব্যাপারে আলোচনা করা হয়। বাংলাদেশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তাই তুরস্কের কৃষি এবং শিল্প ক্ষেত্রে বাংলাদেশি কর্মী নিয়োগ করা হলে তারা উক্ত খাতসমূহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং এতে উভয় দেশই উপকৃত হবে। বাংলাদেশ রাষ্ট্রদূত এ বিষয়ে একটি MOU স্বাক্ষর করা যেতে পারে বলেও মত প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে শ্রমমন্ত্রী জানান, তিনি অতিশীঘ্র ইনটেরিয়র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত বাংলাদেশ পক্ষকে জানাবেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।